সোনাইয়ে ফুটবল রেফারিদের কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১০ জুলাই : সোনাইয়ে ফুটবল রেফারিরা গঠন করলেন কমিটি। বুধবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ক্রীড়া সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে সোনাই রেফারিদের নয়া কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয় সায়াজুল হক লস্করকে (টিটু)। সম্পাদক হয়েছেন হোসেন আহমেদ বড়ভূইয়া। এ ছাড়া কমিটির সহ সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় ইমরান হোসেন মজুমদারকে (রুবেল)। দু’জন  সহসম্পাদক হলেন সেলিম উদ্দিন লস্কর ও ইজাজ আহমেদ লস্কর। কোষাধ্যক্ষ মনোনীত হন নসরুল আলম লস্কর।

রেফারি প্যানেলের দায়িত্বে রয়েছেন শামিম আহমেদ বড়ভূইয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কামরুজ্জামান লস্কর, শহিদ চৌধরী, রাখিব লস্কর, সিদ্দিক লস্কর, সাহিদ চৌধরী, আবু আব্বাস লস্কর, প্রবীণ বর্মন, মকসুদ লস্কর ও জাফর বড়ভূইয়া।

কমিটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন জাতীয়স্তরের রেফারি আব্দুল মজিদ চৌধরী, শঙ্কর ভট্টাচার্য ও আব্দুল জলিল।

সোনাইয়ে ফুটবল রেফারিদের কমিটি গঠন

Author

Spread the News