“একসঙ্গে কাজ করুন, সময়মতো ও মানসম্মত সেবা দিন” কাছাড়ে দিশা পর্যালোচনা সভায় আহ্বান পরিমলের
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : কাছাড় জেলা শাসকের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা) বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বৈঠকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য সরকারি কর্মকর্তাদের, জনপ্রতিনিধিদের ও সব স্তরের কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন “একসঙ্গে একটি দল হিসেবে কাজ করুন, সব জটিলতা দূর করুন এবং মানুষের কাছে সময়মতো ও মানসম্মত সেবা পৌঁছে দিন।”

জেলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য আহূত এ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ, পাঁচ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, নীহাররঞ্জন দাস, মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কমিশনার মৃদুল যাদব, সিইও জেলা পরিষদ প্রণবকুমার বরা, পিআরআই ও এমসি সদস্যবৃন্দ, দিশা কমিটির সদস্য ও বিভিন্ন বিভাগের আধিকারিকগন। বৈঠকের শুরুতেই সাংসদ শুক্লবৈদ্য পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তের উপর গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি কর্মকর্তাদের কাজের গতি ধরে রাখতে এবং বাকি কাজগুলো অগ্রাধিকারে শেষ করার নির্দেশ দেন।

পরিকাঠামো ও যোগাযোগের উপর জোর দিয়ে তিনি প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার কাজ দ্রুত শেষ করার কথা বলেন যাতে জেলার প্রতিটি অবশিষ্ট বসতিতে দীর্ঘমেয়াদি ও মানসম্মত সড়ক নেটওয়ার্ক পৌঁছে যায়। পিডব্লিউডি বাস্তুকারদের চলতি কাজ ত্বরান্বিত করতে ও বাকি এলাকাগুলোর সমীক্ষা দ্রুত শেষ করতে নির্দেশ দেন। জল জীবন মিশনের প্রসঙ্গে তিনি প্রতিটি ঘরে নিরাপদ ও বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দেওয়ার ওপর জোর দেন এবং গুণমান বজায় রাখার কথা বলেন। স্বাস্থ্যখাত পর্যালোচনায় জেলা হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানে জনবল ও যন্ত্রপাতির অবস্থার ওপর সন্তোষ প্রকাশ করলেও তিনি আরও ভালো প্রস্তুতি ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতি নিয়েও খোঁজ নেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করে সকল উপভোক্তার কাছে ঘর পৌঁছে দিতে বলেন।

তিনি বলেন “সরকারি প্রকল্পগুলো মানুষের জন্য। প্রতিটি ব্যয়কৃত টাকা মানুষের উপকারে আসতে হবে। কর্মকর্তারা যেন সম্পদ যথাযথভাবে ব্যবহার করেন, অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কোনো যোগ্য নাগরিক যেন বঞ্চিত না হন।”এছাড়া তিনি এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে চলতি আমরুত প্রকল্পের পাইপলাইন ও জলের প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেন যাতে যোগাযোগ স্বাভাবিক হয় ও সরকারি সেবা সঠিকভাবে পৌঁছায়। সাংসদ কণাদ পুরকায়স্থ জেলার সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে শিক্ষা ও নারী-শিশু কল্যাণের ওপর আরও গুরুত্ব আরোপ করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রচার ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা উন্নয়ন আধিকারিক নরসিং বে, সহকারী কমিশনার ও উপ-মুখ্য কার্যবাহী আধিকারিক (জেলা পরিষদ) নেইহাত হাওলাই, সহকারী কমিশনার ও জেলা মিশন কো-অর্ডিনেটর বহ্নিখা চেতিয়া, সহকারী কমিশনার তথা ভারপ্রাপ্ত উপ সঞ্চালক তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর দীপা দাস, সহকারী কমিশনার ও জেলা সমাজকল্যাণ শাখার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জলি কুমারীসহ অন্যান্য কর্মকর্তারা।