দুল্লভছড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুব্যবসায়ীর, গুরুতর আহত বৃদ্ধা
বরাক তরঙ্গ, ১০ জুলাই : লরির ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যবসায়ীর। গুরুতর জখম হয়েছেন এক মহিলাও। বৃহস্পতিবার বিকেলে আনিপুর-জামুয়াং সড়কের চামটিলার কাছে সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। জানা গেছে, দুল্লভছড়া নিজের ওয়েল্ডিঙের দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের পাশ দিয়ে রাস্তার ডানদিক ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন হতভাগ্য সুরজিৎ চন্দ নামের বছর ৪৫ এর ওই ব্যাক্তি। সে সময় নিভিয়া থেকে দুল্লভছড়া অভিমুখী এএস ১১ ইসি ২৭৪৫ নম্বরের তীব্র গতিতে ছুটে আসা ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারায় সড়কের উপর ছিটকে পড়েন তিনি। চালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টায় সন্ধ্যারানি দেবনাথ নামের অপর এক পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে থাকা সুপারি গাছে গিয়ে আটকে। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই দুজনকে উদ্ধার করে দুল্লভছড়া মডেল হাসপাতাল পাঠান। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর সঙ্কটজনক অবস্থায় প্রৌঢ়া সন্ধ্যারানি দেবনাথকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এদিকে উত্তেজিত জনতা গাড়ি চালককে আটক করে সড়ক অবরোধ গড়ে প্রতিবাদে মুখর হন। এতে খবর পেয়ে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিশপ্ত এন্ট্রো গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।