শিলচরের জমাজল: খতিয়ে দেখলেন গুয়াহাটি থেকে আগত উচ্চপদস্থ আধিকারিকরা
বরাক তরঙ্গ, ৯ জুলাই : শিলচর পুরনিগমের নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংহ, ডিপুটি পুর কমিশনার নরোত্তম শর্মা সহ গুয়াহাটি থেকে আগত উচ্চপদস্থ আধিকারিকের একটি দল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচরের উত্থাপিত দাবি মত শহরের জমাজল ও আর্বজনা পরিষ্কারের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে তারাপুর, মালুগ্রাম ইত্যাদি এলাকা পরিদর্শন করেন। গত পরশু একই প্রতিনিধিদল সোনাই রোডের জমাজল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট এলাকা সহ শহরের প্রধান তিনটি খালের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন। গত পরশু ও আজ যে পর্যবেক্ষণ চালানো হয় তাতে পৌর কর্পোরেশনের আধিকারিকদের সাথে মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কোষাধ্যক্ষ প্রণব দত্ত, কার্যকরী কমিটির অন্যতম সদস্য মহিতোষ (আশু) পাল প্রমুখ।
সংগঠনের প্রতিনিধি দলের পক্ষ থেকে আজ পুনরায় আধিকারিকদের বলা হয় যে শহরের জমাজল সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে হলে মঞ্চের পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সরজমিনে পর্যবেক্ষণ করে ১৬ পৃষ্ঠার যে প্রতিবেদন তৈরি করে জেলা আয়ুক্ত, পুর আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়েছিল তাকে ভিত্তি করে করলে সুফল মিলবে। মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কণাদ পুরকায়স্থের সঙ্গে সাক্ষাৎ করেও উল্লেখিত সমস্যা সমাধানের জন্য মঞ্চের পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনের প্রতিলিপি তুলে ধরা হয়। আজ পৌর নিগম কমিশনার জানান যে তারাপুর এলাকায় আগামী দু-একদিন মধ্যে সাফাই অভিযান শুরু হবে।