এবার গোয়ালপাড়ায় মন্দিরে তাণ্ডব দুর্বৃত্তদের, আটক ১
বরাক তরঙ্গ, ৯ জুলাই : সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে গরুর মাংস ও শূকরের মাংস রাখার ঘটনা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গোয়ালপাড়ায়ও এমন ঘটনা ঘটে। এবার দুর্বৃত্তরা একটি দুর্গা মন্দিরের পাঁচটি মূর্তি ভেঙে দিয়েছে। মঙ্গলবার রাতে এ জঘন্য ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর, রাতের বেলায় শত শত মানুষ শহরের কেন্দ্রে জড়ো হয়েছে। হিন্দু-মুসলিমের মিলনস্থলে কারা এমন নিকৃষ্ট কাজ করেছে এমন প্রশ্ন উঠেছে। জনসাধারণ পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের সময়সীমা দিয়েছে।
এ কাণ্ডের পর পুলিশের জালে ধরা পড়ে সাহাব উদ্দিন আলি নামে এক অভিযুক্ত। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে, পাঁচটি মূর্তি ভেঙে মন্দিরের ভিতরে তাণ্ডব চালায়। তবে, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনও অজানা।
