সাতকরাকান্দি জিপির সভাপতি সেলিম উদ্দিন, সহ-সভানেত্রী জসমিন
বরাক তরঙ্গ, ৮ জুলাই : বাঁশকান্দি ব্লকের সাতকরাকান্দি জিপির সভাপতি সেলিম উদ্দিন লস্কর ও সহ-সভানেত্রী জসমিনারা বেগম বড়ভূইয়া মনোনীত হয়েছেন। ৮ গ্রুপ সদস্যের সমর্থনে দু’জন মনোনীত হন। বাকি দু’জন অনুপস্থিত থাকেন। মঙ্গলবার দুপুরে বাঁশকান্দি ব্লকের সাতকরাকান্দি জিপির বডি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মনোনীত জিপি সভাপতি সাতকরাকান্দি আনোয়ারপারের বাসিন্দা এবং সহ-সভানেত্রী পদে ডুংরিপারের।
সভার পর সভাপতি সেলিম উদ্দিন লস্কর সদস্যদের নিয়ে হোড খোলা গাড়ি নিয়ে জিপির ধনেহরি, সাতকরাকান্দি, ঝাঞ্ঝারবালি ও ডুংরিপার এলাকায় পরিক্রমা করেন। সভাপতি সেলিম উদ্দিন জানান, গ্রুপ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় সভাপতি মনোনীত ও এলাকার সর্বস্তরের ভোটার ও নির্বাচিত ওয়ার্ড সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেন, সকলের সহযোগিতা এবার সাতকরাকান্দি জিপিতে উন্নয়নের জোয়ার বইবে। এই পঞ্চায়েত বোর্ড গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছিলেন জিপির নির্বাচিত এপি সদস্যার প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া।

তিনি জানান, প্রতিটি জিপিতে সভাপতি গঠনে ঘোড়া কেনাবেচার অভিযোগ রয়েছে। কিন্ত সাতকরাকান্দি জিপির বোর্ড গঠন ঐতিহাসিক বলে মন্তব্য করে বলেন ৮ জন গ্রুপ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে বোর্ড গঠন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এপি জিপির সহযোগে কাজের গতি আসবে বলে মন্তব্য করেন তিনি। এমন কি বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার নিরপেক্ষ ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।