মায়ানমারের চিন প্রদেশ থেকে পালিয়ে ভারতে আসছেন হাজার হাজার মানুষ
৮ জুলাই : দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মায়ানমারের চিন প্রদেশ থেকে পালিয়ে ভারতে আসছেন হাজার হাজার মানুষ। হিংসা থেকে বাঁচতে মিজোরামের চম্পাই জেলায় আশ্রয় নিচ্ছেন তাঁরা। সোমবার মিজোরাম রাজ্য প্রশাসনের তরফে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ক্রমশ এই আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিজোরামের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, গত ২ জুলাই থেকে এ পর্যন্ত মিজোরামে প্রায় চার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙা এই ঘটনা স্বীকার করে নিলেও তিনি আশ্রয়প্রার্থীর সংখ্যা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, চার হাজার নয়, সংখ্যাটা তিন হাজার হবে। পরিস্থিতির উপর নজর রাখছে মিজোরাম প্রশাসন।
এ ব্যাপারে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘মানুষ এখানে আসছেন। তাই মানবিকতার খাতিরে আমরা তাঁদের পানীয় জল, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি। কিন্তু এই সংঘাতকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।’ তবে মায়ানমার সরকার এই বিষয়ে মুখ খুলতে চাইছে না।
প্রসঙ্গত, ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের একদিকে মিজোরাম রাজ্য, আর অন্যদিকে রয়েছে মায়ানমারের উত্তর-পশ্চিম দিকের চিন প্রদেশ। এই প্রদেশের ক্ষমতা দখল নিয়ে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্প্রতি লড়াই শুরু হয়েছে। তাদের একটির নাম চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স, অপরটির নাম চিনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরাম। এই দু’টি সশস্ত্র গোষ্ঠীকে চিন জনগোষ্ঠীর লোকজনই পরিচালনা করে থাকেন। এই দুই গোষ্ঠী একসময় মায়ানমারের সামরিক শাসক (জুন্টা)-র বিরুদ্ধে হাত মিলিয়ে লড়াই করেছিল। সম্প্রতি এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে মূলত চিন প্রদেশে প্রভাব বিস্তার এবং ক্ষমতা দখল নিয়ে। এই সংঘর্ষের মাঝে পড়েই চিন প্রদেশের বহু মানুষ ভারতে প্রবেশ করতে শুরু করেছেন। গত ২ জুলাই থেকে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।
