জমাজল সমস্যার সমাধান ও নালা, নর্দমা দ্রুত পরিষ্কারের দাবি নাগরিক সমন্বয় মঞ্চের

বরাক তরঙ্গ, ৭ জুলাই : প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর এর এক প্রতিনিধি দল শিলচর পুরনিগমের নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংহের সঙ্গে সাক্ষাৎ করে শহরের জমাজল সমস্যার সমাধান ও নালা, নর্দমা দ্রুত পরিষ্কারের দাবি জানান। সংগঠনের প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁকে বলা হয় যে শহরের জমাজল সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে মঞ্চের পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সরজমিনে পর্যবেক্ষণ করে একটি ১৬ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে তা জেলা আয়ুক্ত, পুর আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়। জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে মঞ্চের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উক্ত সমস্যা সমাধানের জন্য একটি টাক্স ফোর্স গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে পৌর এলাকার বিভিন্ন স্থানে সাফাই অভিযান চালিয়ে জমা জল সমস্যা সমাধান গত মে মাস থেকে শুরু করারও সিদ্ধান্ত হয়। কিন্তু তা শুরু না হওয়াতে জনগণ জমা জলের জন্য চরম দুর্ভোগ পোয়াতে বাধ্য হচ্ছেন। মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কণাদ পুরকায়স্থের সাথে সাক্ষাৎ করেও উল্লেখিত সমস্যা সমাধানের জন্য মঞ্চের পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনের প্রতিলিপি তুলে দেওয়া হয়।

সোমবার একই দাবি পুর নিগম কমিশনারের নিকট তুলে ধরলে তিনি জানান যে আগামী পরশু দিন সাফাই অভিযানের সূচনা হবে (Pilot test) বৃহত্তর তারাপুর অঞ্চল থেকে এবং আগামীকাল মঞ্চের কর্মকর্তাদের উপস্থিতিতে কমিশনার মহোদয়া কৃষ্ণনগর কলোনী পরিদর্শন করবেন। সাফাই অভিযান চালানোর সময় মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে থাকতে তিনি অনুরোধ করেন। মঞ্চের তরফে তাঁকে ফুলের তোঁড়া ও গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পুর কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কোষাধ্যক্ষ প্রণব দত্ত, কার্যকরী কমিটির অন্যতম সদস্য যথাক্রমে মহিতোষ (আশু) পাল, অধ্যাপক অজয় রায়, রামেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News