বাংলাদেশি গরু চোরকে বিএসএফ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগে উত্তাল আদমটিলা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : পাথারকান্দির আদমটিলা বাগানে বাংলাদেশি গরু চোর আটক করাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশি গরু চোরকে বিএসএফ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। বিএসএফের গাড়ি তিনঘণ্টা আটকে তীব্র প্রতিবাদ স্থানীয়দের। সোমবার আদমটিলায় ঘটেছে এ ঘটনা।
জানা যায়, রবিবার মধ্যরাতে আদমটিলা বাগানের শিয়া শঙ্কর কৈরির ঘর থেকে তিনটা গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশি চোরের দল। রাত থেকে চারিদিক খোঁজাখুঁজির পরও গরুর কোন সন্ধান পায়নি। পরে সকালে বাগান শ্রমিকরা কাজে যাওয়ার সময় এক চোরকে দেখতে পান। তাকে আটক করে উত্তম মধ্যম দিতে শুরু করেন। খবর পেয়ে ১৩৪ নং ব্যাটেলিয়ানের মোহনগুল ক্যাম্প থেকে বিএসএফের জওয়ানরা এসে বাংলাদেশি চোরকে উদ্ধার করে গাড়িতে উঠানোর সময়ে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন স্থানীয়রা। বাংলাদেশি গরু চোরকে বিএসএফ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগ উত্থাপন করে প্রতিবাদকারীরা। বাংলাদেশি চোরকে আসাম পুলিশের পাথারকান্দি থানার হাতে সমঝে দেওয়ার দাবিতে প্রায় তিন ঘণ্টা বিএসএফের গাড়ি আটকে রেখে প্রতিবাদ জানান স্থানীয়রা। এক সময় “বিএসএফ চোর হে” স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন প্রতিবাদকারীরা।
ধৃত চোরের কাছ থেকে বাংলাদেশি টর্চ, রশি সহ আরও কিছু বাংলাদেশি সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃত চোরে স্থানীয়দের জেরায় স্বীকার করে তার নাম জহির উদ্দিন, ঘর বাংলাদেশের বড়লেখা থানা এলাকায় মৌলবিবাজারে। ওই ব্যক্তি জানায় পাথারকান্দি থানা এলাকার জোড়বাড়ি গ্রামের হোসেন নামের এক ব্যক্তি তাকে চুরি করতে সাহায্য করে।