সোনাই এনজি স্কুলের চার আবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৭ জুলাই : নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার স্কুলের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাতাব উদ্দিন লস্করের পৌরোহিত্য অনুষ্ঠিত সভার মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সভার শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন নবেন্দু ভূষণ  নাথ।

এছাড়াও এদিন বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রাম মুরত রায়, আনোয়ার হোসেন লস্কর (রঞ্জু), সাহারিয়ার হোসেন বড়ভূইয়া,  জামাল উদ্দিন লস্কর, প্রাক্তন অধ্যক্ষ  বাহারুল ইসলাম লস্কর, অবসর প্রাপ্ত শিক্ষক দিলিপকুমার সিংহ, প্রাক্তন অধ্যক্ষ জেএম ইকবাল বাহার লস্কর, স্কুলের এসএমডিসি সভাপতি আনোয়ারুল হক লস্কর, প্রদীপ দেব প্রমুখ। এদিন বিভিন্ন বক্তা স্কুলের ঐতিহ্য বজায় রেখে যে ভাবে পরম্পরা বজায় রেখে স্কুল থেকে অবসর নেওয়া শিক্ষক শিক্ষিকা ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সেটার উচ্চ প্রশংসা করেন বক্তারা। পাশাপাশি তারা স্কুল ঐতিহ্য ও মান আগের মতো বজায় রেখে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে যেভাবে স্কুলের শিক্ষার পরিবেশ রয়েছে তারও প্রশংসা করেন বক্তারা। পাশাপাশি অবসরগ্রহণ করা চার শিক্ষক যথাক্রমে সাহারুল ইসলাম বড়ভূইয়া, মহিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন লস্কর ও সালেহা খাতুন লস্করের অবসর জীবন সূখ শান্তিতে কাটান সে কামনা করেন।

সোনাই এনজি স্কুলের চার আবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

অবসরপ্রাপ্তরা স্কুলের শিক্ষককতার জীবনের উজ্বল দিনগুলি স্মরণ করে তাদের উচ্ছ প্রশংসা করেন।

এদিন বিদায়ী শিক্ষক সাহারুল ইসলাম বড়ভূইয়ার মানপত্র পাঠ করেন ঝুমা গোপ। সালেহা খাতুন লস্করের মানপত্র পাঠ করেন রসিদ আহমেদ বড়ভূইয়া, মহিম উদ্দিন চৌধুরীর মানপত্র পাঠ করেন  ইলি লস্কর, আজাদ হোসেন লস্করর মানপত্র পাঠ করেন নবেন্দু ভূষণ নাথ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মহিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন লস্কর ও সালেহা খাতুন লস্কর।

সোনাই এনজি স্কুলের চার আবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

এছাড়াও এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিষয় শিক্ষক মানিক চক্রবর্তী, মনির উদিন লস্কর, কাইম উদ্দিন লস্কর, কমরুল ইসলাম লস্কর, আক্তার হোসেন লস্কর, মজরুল ইসলাম চৌধুরী, সালে আহমেদ বড়লস্কর, স্কুলের বড়বাবু নুরুল হক চৌধুরী  প্রমুখ। এদিন গোটা সংবর্ধনা সভায় পরিচালনা করেন নবেন্দুভূষণ নাথ ও রসিদ আহমেদ বড়ভূইয়া। সভায় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে  সভার সভাপতি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাতাব উদ্দিন লস্করের বক্তব্যের মধ্যে সভার সমাপ্তি হয়।

Author

Spread the News