ইছাবিলে শান্তিপূর্ণ পরিবেশে মহা উদ্দীপনায় পালিত হল মহরম

শুভেচ্ছা জানালেন জিপি সভানেত্রীর সবিতা কুর্মী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : প্রতিবারের মতো এবছরও পাথারকান্দির ইছাবিল চা-বাগানে ধর্মীয় ভাবগম্ভীরতা ও অপার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল পবিত্র মহরম। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার দুপুর দু’টায় বাগানের পুটিয়াখাল, গোয়াবাড়ি সহ বিভিন্ন লাইন থেকে সুসজ্জিত মোট ছয়টি তাজিয়া নিয়ে বিশাল শোক মিছিল বের হয়। একে একে এসব মিছিল এসে সমবেত হয় ইছাবিল চা-বাগানের নাচঘরের সামনে। বিকেলের দিকে ঢাক-ঢোলের তালে তালে শুরু হয় লাঠি ও দা-তরোয়াল খেলা। এতে উঠতি বয়সী যুবকদের পাশাপাশি বয়স্করাও অংশ নিয়ে দক্ষতার সাথে এই ঐতিহ্যবাহী খেলা উপস্থাপন করেন। জনসমাগম ছিল চোখে পড়ার মতো—নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা সকলেই অংশগ্রহণ করে এই মহরম উৎসবকে প্রাণবন্ত করে তোলে।সন্ধ্যার পর পরই একে একে তাজিয়াগুলো কাঁধে তুলে লঙ্গাই নদীর তীরে নিয়ে গিয়ে ধর্মীয় রীতিতে দাফন করা হয়। এই উপলক্ষে ইছাবিলে একদিনের জন্য বসে মহরমের মেলা, যেখানে ছিল লোকসমাগমের ঢল।

এদিকে, ইছাবিল গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী সবিতা কুর্মী মহরম উদ্‌যাপন কমিটির পাশাপাশি ইছাবিল চা বাগানের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন, মহরমের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে যেভাবে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির এমন সম্মিলন আমাদের সমাজের সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ঐতিহ্য যেন যুগের পর যুগ ধরে অটুট থাকে এই প্রার্থনা করেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Author

Spread the News