বিক্রমপুরে ‘অষ্টম রথযাত্রা মিলন মহোৎসব’ সম্পন্ন

বরাক তরঙ্গ, ৬ জুলাই : বিক্রমপুর ওয়াশাক যুব সংগঠনের ব্যবস্থাপনায় এবছরের অষ্টম বিক্রমপুর রথযাত্রা মিলন মহোৎসব সুসজ্জিত ও সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই মহোৎসবে স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, ও সমাজ সচেতনমূলক কার্যক্রম। যুব সংগঠন ‘ওয়াশাক’ এই মহোৎসবের মাধ্যমে যুব সমাজকে ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশিষ্ট অতিথি স্টার সিমেন্টের প্রজেক্ট ডিরেক্টর বিরজু পান্ডে, শিলচর কলেজের প্রিন্সিপাল ধৃতিকান্ত রাজকুমার, অধ্যাপক হরেন্দ্র সিনহা সহ আরো গুণীজনেরা। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, মানুষের জীবনে সব উৎসবের মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা, সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা। রথযাত্রা জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার সংসর্গে অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে ধরা দেয়।সারা পৃথিবীর একটাই মূল ধর্ম – যার নাম মানবধর্ম। এই ধর্মের জয় হোক। সমাজের প্রতিটি কোণে অনুরণিত হোক ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা। উপস্থিত সবাই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিক্রমপুরবাসী ও যুব সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও একাত্মতা প্রশংসার দাবিদার।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শ্রীকোণা মন্ডলের সভাপতি জয়প্রকাশ নারায়ণ সিনহা, ডাঃ বিষ্ণু প্রসাদ সিনহা, ভুবনেশ্বর নগর জিপির সভানেত্রী শিবারানী সিনহা, সুবল সিনহা এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন শ্যাম কিশোর সিনহা ও প্রণয় সিনহা।

Author

Spread the News