পাহাড় লাইনে ট্র্যাকে নেমে এলো জল-কাদা
বরাক তরঙ্গ, ৫ জুলাই : এবার পাহাড় থেকে জল কাদা নেমে এলো ট্র্যাকে। ডিমা হাসাও জেলায় শনিবার বিকেল থেকে ভারি বর্ষণে লামডিং-বদরপুর সেকশনে রেল ট্র্যাকে পাহাড় থেকে জল কাদা নেমে এসেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের মতে, এই সেকশনের মাইবাং এবং দাওতুহাজা স্টেশনের মধ্যে ট্র্যাকের উপর পাহাড় থেকে জল এবং কাদা নেমে এসেছে। তবে, লামডিং-বদরপুর সেকশনে এই ধরণের পরিস্থিতি পুনরায় দেখা দিলে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে পাহাড় লাইনে ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে।
মাইবাং ও দাওটোহাজার মধ্যে, ৬৯/৯-৭০/০ কিলোমিটার সেকশনে কাদা জমেছে। রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই রেল ট্র্যাক থেকে কাদামাটি পরিস্কার করার কাজ শুরু করেছে।
