পাহাড় লাইনে মেগা ব্লক, ট্রেনের সময়সূচী পরিবর্তন

বরাক তরঙ্গ, ৫ জুলাই : লামডিং-বদরপুর হিল সেকশনে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ মেগা ব্লক নেওয়ার দরুন পাহাড় লাইনে চলাচলকারী বেশ কয়টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। পাহাড় লাইনে মুপা দিহাকুর ৫১/১-২ কিলোমিটার এলাকায় রেলপথ মেরেমতির জন্য রবিবার সকাল থেকে পাঁচ ঘন্টার মেগা ব্লক নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যার দরুন পাহাড় লাইনে চলাচলকারী বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

তার মধ্যে রয়েছে ৫ জুলাই শিলচর থেকে রঙ্গিয়ার উদ্দেশ্যে যাওয়া ১৫৬১১ রঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০ টায় শিলচর থেকে রওনা হবে। গুয়াহাটি থেকে দুল্লভছড়ার উদ্দেশ্যে রওনা হওয়া ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস রাত ১০ টার পরিবর্তে রাত ১১ টা ৩০ মিনিটে গুয়াহাটি থেকে রওনা হবে। আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে যাওয়া ১৫৬২৬ আগরতলা-দেওঘর এক্সপ্রেস সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ৯ টায় আগরতলা থেকে রওনা হবে।

তাছাড়া ১৫৬৪১ শিলচর- নিউতিনসুকিয়া এক্সপ্রেস রাত ৭ টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১১ টা ৩০ মিনিটে শিলচর থেকে রওনা হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এখবর জানিয়েছে। 

Author

Spread the News