দুই মাসব্যাপী বৃক্ষ রোপনের কার্যসূচির সূচনা ডেভেলপার্স ক্লাবের

বরাক তরঙ্গ, ৫ জুলাই : মেহেরপুরের ডেভেলপার্স ক্লাবের বিশেষ উদ্যোগে সম্পূর্ণ দক্ষিণ শিলচর এলাকায় দুই মাস ব্যাপী বৃক্ষ রোপনের কার্যসূচির সূচনা হয় শুক্রবার। এ দিন  বিকেলে শিলচর মেহেরপুরের শিববাড়ি থেকে ডেভেলপার্স ক্লাবের সদস্যদের বিশেষ উদ্যোগে দক্ষিণ শিলচর এলাকার ডিভাইডার সহ অন্যান্য জায়গায় দুইমাস ব্যাপী বৃক্ষ রোপন কার্যসূচির সূচনা হয়। এদিন এই বৃক্ষরোপন কার্যসূচিকে কেন্দ্র করে এলাকাবাসীকে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশকে রক্ষা করার সজাগতার জন্য মাইকযোগে প্রচার চালানো হয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে উপস্থিত দেবাশিস রায় বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বারো মাস গাছ লাগানো খুবই জরুরি। এটি কেবল একটি পরিবেশগত পদক্ষেপ নয়, বরং আমাদের নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিতীশ কুমার ভট্টাচার্য (পিন্টু) বলেন,পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না। গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমন্ডলে অক্সিজেন ত্যাগ করে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতে গাছের অবদান রয়েছে। মনোজ্যোতি ভট্টাচার্য বলেন, গাছ মানুষের নিঃস্বার্থ ও উপকারী বন্ধু। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল।

এই অঞ্চলের বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত তরুণ সমাজকর্মী শিবা দেব বলেন, পরিবেশের দূষণ ও বিপর্যয়রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই,তাই সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিঃস্বার্থভাবে বৃক্ষ রোপনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শিবম দেব, লালবাবু সিং প্রমুঠখ।

Author

Spread the News