পাহাড় লাইনে চলল ট্রেন

বরাক তরঙ্গ, ৪ জুলাই : ধস সরিয়ে পাহাড় লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৯-৪২ মিনিট থেকে ট্রেন এই রুট দিয়ে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে দিহাখো এবং মুপা স্টেশন মধ্যে ৫১/২-৩ কিলোমিটারে ভূমিধসের পর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং-বদরপুর পাহাড়ি অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় পাথর ও মাটি সরিয়ে এই অংশ দিয়ে ট্রেন চলাচল পুনরায় করা হয়। ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে যান। রাতভর অব্যাহত প্রচেষ্টার ফলে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং ট্র্যাকটি নিরাপদে পুনরুদ্ধার করা হয়েছে।

এ সময় যাত্রীদের সহায়তা করার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর এবং আগরতলা স্টেশনে স্থাপিত হেল্প ডেস্কগুলি স্বাভাবিক অবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আপডেট তথ্য প্রদান অব্যাহত রেখেছে। আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় খাবার এবং জলও সরবরাহ করা হয়েছে।

এ দিন পুনরুদ্ধারকৃত অংশ দিয়ে প্রথম ট্রেনটি ছিল ট্রেন নম্বর ১২৫২০ আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস।

পাহাড় লাইনে চলল ট্রেন

Author

Spread the News