কেদারনাথ ধাম থেকে ফেরার পথে ভূমিধসে আটকে পড়েন ৪০ জন তীর্থযাত্রী, উদ্ধার

৩ জুলাই : কেদারনাথ ধাম থেকে ফেরার পথে সোনপ্রয়াগে গতকাল  ভূমিধসে আটকে পড়েন প্রায় ৪০ জন তীর্থযাত্রী। খবর সামনে আসতেই উদ্ধার কার্যে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত থেকে দীর্ঘ প্রচেষ্টায় সকলকে উদ্ধার করেছে এসডিআরএফ। এসডিআরএফ সূত্রে জানা গেছে কেদারনাথ ধাম যাওয়ার পথে সোনপ্রয়াগের কাছে গভীর রাতে হঠাৎ ধস নামে।

সেই রাস্তা দিয়ে গতকাল রাত ১০টার নাগাদ কেদারনাথ ধাম থেকে ফিরে আসা ৪০ জনেরও বেশি তীর্থযাত্রী আটকা পড়েন। পরে এসডিআরএফ তাদের উদ্ধার করে। কর্মকর্তারা বলছেন  টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। যার ফলে ট্রেকিং রুটে প্রচুর পরিমাণে বোল্ডার, পাথর পড়েছে। কেদারনাথ যাত্রার রাস্তায় বাধার সম্মুখীন হতে হচ্ছে তীর্থযাত্রীদের। 

Author

Spread the News