অবসরপ্রাপ্ত শিক্ষকের ওপর হামলা, গেড়ে কান ধরে ক্ষমা চাইতে হল পঙ্কজের
বরাক তরঙ্গ, ২ জুলাই : রাজ্যের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে মাথায় চুল গজানোর জন্য পঙ্কজ পাঠক প্রচার চালিয়ে আসছেন। দেখা গেছে হাজার হাজার মানুষ ওই ক্যাম্পগুলোতে জমায়েত হয়েছে। পঙ্কজ পাঠকের পরামর্শ অনুযায়ী, সবাই মাথায় বাধার জন্য একটি তোয়ালে নিয়ে এসেছিল এবং চুল গজানোর জন্য হার্বাল প্রতিকার নিয়ে এই ক্যাম্পে জমায়েত হয়েছিল।
বুধবার পঙ্কজ পাঠকের চুল গজানোর ক্যাম্প গোয়ালপাড়া বিহু ময়দানে আয়োজন করা হয়। এই ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষের উপস্থিতি ছিল। ক্যাম্পে অবসরপ্রাপ্ত শিক্ষক তপন চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর দলের একটি গোষ্ঠী অন্য এক মহিলার ওপর হামলা ও অমানবিক আচরণেরও অভিযোগ উঠে।

এমন অভিযোগের কারণে, তাঁকে বিহু ময়দানে আটক করা হয় এবং পরে তাঁকে হাঁটু গেড়ে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পঙ্কজ পাঠকের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।