উঁচাথল ও জৈরালপোকপির গ্রামে যৌথ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার
বরাক তরঙ্গ, ২ জুলাই : জিরিবাম জেলার উচাথল এবং জৈরালপোকপির গ্রামে মণিপুর পুলিশ এবং সিআরপিএফের সঙ্গে মিলে আসাম রাইফেলস ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে। শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করা যেকোনও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আসাম রাইফেলসের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান চালাচ্ছে। বিভিন্ন এলাকায় একাধিক গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার হয়েছে। অনুরূপ ভাবে মঙ্গলবার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচাথল এবং জৈরালপোকপির গ্রামে যৌথ অনুসন্ধান অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি একক ব্যারেল রাইফেল, চারটি ডাবল ব্যারেল রাইফেল, দু’টি ১২ বোর শটগান, একটি পম্পি, দু’টি স্থানীয়ভাবে তৈরি স্নাইপার রাইফেল, একটি টিয়ার গ্যাস গান, আটটি এসএলআর রাউন্ড, সাতাশটি ৫.৫৬ এমএম রাউন্ড, এগারোটি লঞ্চিং টিউব, নয়টি বাওফেং রেডিও সেট, আটটি টিয়ার গ্যাস শেল এবং কিছু ম্যাগাজিন ও খালি কার্তুজ উদ্ধার করা হয়।
জিরিবাম জেলায় শান্তি বজায় রাখতে, অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে আসাম রাইফেলস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
