হামাসকে যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ট্রাম্পের

২ জুলাই : গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইজরায়েল। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকেও যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর তা না মানলে ফল যে ভালো হবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধিরা আজ গাজায় ইজরায়েলি আধিকারিকদের সঙ্গে একটি দীর্ঘ এবং ফলপ্রসূ বৈঠক করেছেন। ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্ত মানতে রাজি হয়েছে ইজরায়েল। এই সময়ের মধ্যেই আমরা যুদ্ধের অবসান ঘটানোর জন্য উভয় পক্ষের সঙ্গেই কাজ করব। শান্তি প্রতিষ্ঠায় সাহায্যের জন্য কঠোর পরিশ্রম করা কাতার এবং মিশরের আধিকারিকরা এই চূড়ান্ত প্রস্তাবটি পেশ করবে।’

এরপরই মধ্যপ্রাচ্যে শান্তির স্বার্থে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এই চুক্তিটি গ্রহণ করবে। কারণ যুদ্ধ চললে কারোর উন্নতি হবে না। বরং চুক্তিতে সম্মত না হলে তা আরও খারাপ হবে।’ যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি নিয়ে ইজরায়েলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এও জানান, তিনি আশা করছেন আগামী সপ্তাহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন সফরের সময় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি হবে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

হামাসকে যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ট্রাম্পের

Author

Spread the News