পাঁচ দেশের সফরের জন্য যাত্রা প্রধানমন্ত্রীর
২ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দেশের সফরের জন্য যাত্রা শুরু করলেন। তিনি এই সফরে যাবেন ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়াতে। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত ঘানাতে থাকবেন, ৪ জুলাই ত্রিনিদাদ ও টোবাগো, ৫ জুলাই আর্জেন্টিনা, ৬ থেকে ৭ জুলাই ব্রাজিল ও ৯ জুলাই নামিবিয়াতে থাকবেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন।
কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ২টি লক্ষ্য মাথায় রেখে পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন মোদি। প্রথমত, সন্ত্রাসবাদ নিয়ে বাকি দেশগুলিকে একজোট করে সম্মিলিত বার্তা দেওয়া। দ্বিতীয়ত, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা নামিবিয়ার মতো দেশগুলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জোগান নিশ্চিত করা।
