হাইলাকান্দিতে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে মঙ্গলবার থেকে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে এই টুর্নামেন্টটির উদ্বোধন করেন ডিএস সচিব শৈবাল সেনগুপ্ত। তিনটি পর্যায়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে ১৫ বছরের নিচে ছেলেদের।

দ্বিতীয় পর্যায়ে ১৭ বছরের নিচে ছেলে ও মেয়েদের। তৃতীয় পর্যায়ে ১৭ বছরের নিচে ছেলে মেয়ে যৌথভাবে। উল্লেখ্য ২ জুলাই প্রতিযোগীরা আসলে অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে বলে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন। উদ্বোধনী দিনে যে চারটি দল অংশগ্রহণ করে তারা হলো জেকে মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি, সোনারি মেথৈই হায়ার সেকেন্ডারি, পাবলিক হায়ার সেকেন্ডারি এবং এমকে হায়ার সেকেন্ডারি স্কুল।