সীমান্তে প্রতিদিন ধরা পড়ছে গবাদি পশু, সোনাতলায় বিএসএফের হাতে আটক তিনটি মহিষ

বরাক তরঙ্গ, ১ জুলাই : সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিন বিএসএফ বা পুলিশের জালে ধরা পড়ছে গবাদি পশু সহ অবৈধ নাগরিক। মঙ্গলবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমঅ্যান্ডসি এর অধীনে শিলচর সেক্টরের সোনাতলা বিএসএই বিওপির জওয়ানরা  শ্রীভূমি জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ৩টি মহিষ উদ্ধার করেন।

এ দিকে, সীমান্তবর্তী কাটিগড়ার করইকান্দি এলাকায় রাতের আঁধারে বাংলাদেশে গরু চোরাচালান চলাকালীন স্থানীয় লোকেরা ৮টি মহিষ সহ একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে হাতেনাতে আটক করেন। আটককৃত ব্যক্তিকে মহিষ গুলিসহ পুলিশে হস্তান্তর করা হয়।

সীমান্তে প্রতিদিন ধরা পড়ছে গবাদি পশু, সোনাতলায় বিএসএফের হাতে আটক তিনটি মহিষ

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সীমান্তবর্তী রাজাটিলা গ্রামের গ্রাম রক্ষা বাহিনীর এক সদস্যের নেতৃত্বে একটি বড় গবাদি পশু চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সিন্ডিকেটটি রাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু মহিষ পাচার করে আসছে।

সীমান্তে প্রতিদিন ধরা পড়ছে গবাদি পশু, সোনাতলায় বিএসএফের হাতে আটক তিনটি মহিষ

অন্যদিকে, কাটিগড়ার আরও দুটি এলাকা থেকে পুলিশ অতিরিক্ত ২টি মহিষ উদ্ধার করেছে। সব মিলিয়ে, দিন-রাত একত্রে কাটিগড়া এলাকায় মোট ১০টি মহিষ উদ্ধার করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!