ইরান-ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ঘোষণা ট্রাম্পের

২৪ জুন : দখলদার ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের মাঝে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা সংঘর্ষ বন্ধ করে অঞ্চলটিতে শান্তি ফেরাতে পারে। এই ঘোষণা আসে ইরানের কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর, যা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব ছিল।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ইজরায়েল ও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একে অপরের ওপর হামলার মাধ্যমে বৃদ্ধি পায়। সংঘর্ষে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রাতে ঘোষণা দেন যে, ইজরায়েল ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে, যা মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে কার্যকর হবে। যুদ্ধবিরতির লক্ষ্য হলো “১২ দিনের যুদ্ধ” নামে পরিচিত এই সংঘর্ষের অবসান ঘটানো। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এখনও আনুষ্ঠানিক চুক্তির কথা স্বীকার করেননি।

ট্রাম্পের ঘোষণায় বলা হয়, ইরান মঙ্গলবার ভোর ৪টা (তেহরান সময়) থেকে হামলা বন্ধ করবে, ১২ ঘণ্টা পর ইজরায়েলও হামলা থামাবে এবং ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ জানান, এখনও কোনও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি এবং ইরানের বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। এছাড়া তেহরান সময় ভোর ৫:৩০ মিনিটে ইজরায়েলের সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে ইরান থেকে মিসাইল আসছে। ফলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে শুরু হয়নি বলে মনে করা হচ্ছে।

ইজরায়েল এখনও ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি এবং উভয় পক্ষই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া ছিল। ট্রাম্প বলেন, আগাম সতর্কতা দেওয়া এবং হামলায় কোনও হতাহত না হওয়ায় যুদ্ধবিরতির দরজা এখনও খোলা রয়েছে। কাতার এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

ইরান-ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ঘোষণা ট্রাম্পের
Spread the News
error: Content is protected !!