শ্রীভূমিতে স্নাতকস্তরে ছাত্রছাত্রীরা ভর্তির সমস্যার সমাধানের দাবি 

বরাক তরঙ্গ, ২৩ জুন : করিমগঞ্জ কলেজ, নিলাম বাজার কলেজ সহ বিভিন্ন কলেজে স্নাতকস্তরে ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানের দাবিতে আজ জেলা আয়ুক্তের কাছো একটি স্মারকপত্র এআইডিএসও এর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাস সকল ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে, ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানে প্রয়োজনে আসন ওসংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং মর্নিং শিফট ইভিনিং শিফট এর ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন ও শিফট এর ব্যবস্থা  করেও সমস্যার সমাধান না হয় তা হলে প্রশাসনের উদ্যোগে অবিলম্বে নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির ম্পাদক সঞ্চিতা শুক্ল  বলেন যে করিমগঞ্জ কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্র ছাত্রীরা ভর্তির সুযোগ না পেয়ে আন্দোলন গড়ে তুলেছে। অনেক ছাত্র ছাত্রীরা অভিযোগ করছেন যে বেশি নম্বর পেয়েও অনেকে যেখানে ভর্তির সুযোগ পায় নি সেখানে কম নম্বর প্রাপকরা একই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর তদন্ত হওয়া প্রয়োজন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়।

তিনি বলেন, বর্তমানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। তাই প্রশাসনকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তা না হলে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রীর উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়বে। স্মারকপত্ৰ প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জয়দীপ দাস, রাজদীপ দাস ও সীবা দাস  সহ অন্যান্যরা।

শ্রীভূমিতে স্নাতকস্তরে ছাত্রছাত্রীরা ভর্তির সমস্যার সমাধানের দাবি 
Spread the News
error: Content is protected !!