খোঁজের ফুটবলে ফাইনালে পৌঁছল মাছখাল

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ জুন : সোনাইয়ে খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছল মাছখাল এফসি।। সোমবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৩-১ গোলে বিদায় দেয় মুনলাইট অ্যাকাডেমি সুন্দরীকে। খেলায় জোড়া গোল করেন দেবুল লাম্পর। গোল করেন ৩ ও ৩৮ মিনিটে। ফুলমুন টাঙপা ৪১ মিনিটে গোল করেন। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম গোলের দুই মিনিটের দলকে সমতায় নিয়ে আসেন ওঙগোয় সুঙ্গ। লড়াই করলেও আরও দু’টি গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে মুনলাইটের।

খোঁজের ফুটবলে ফাইনালে পৌঁছল মাছখাল

এ দিনের খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন দেবুল লাম্পর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর ও বদর উদ্দিন মজুমদার। ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমদ, সাহেদ চৌধুরী, রুবেল মজুমদার ও আব্দুল জলিল।

আগামী ২৮ জুন বিকেল তিনটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে মাছখাল এফসির মুখোমুখি হবে বনতারাপুর।

খোঁজের ফুটবলে ফাইনালে পৌঁছল মাছখাল
Spread the News
error: Content is protected !!