খোঁজের ফুটবলে ফাইনালে বনতারাপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ জুন : সোনাইয়ে খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট দল হিসেবে পৌঁছল বনতারাপুর এফসি। রবিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডুংরিপার এফসি। ১-০ গোলে বনতারাপুরের কাছে পরাজিত হয় ডুংরিপার। খেলার কুড়ি মিনিটে জয়সূচক গোলটি করেন সমির লংজাম।

এ দিনের খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন সমির। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন জেলা ক্রীড়াধিকারিক তথা সোনাই ফুটবল অ্যাকাডমির সভাপতি বদর উদ্দিন মজুমদার ও খোঁজের সাধারন সম্পাদক সজল লস্কর। ম্যাচ পরিচালনা করেন সাহেদ চৌধুরী, ইজাজ আহমদ, নসরুল আলম লস্কর ও আব্দুল জলিল। এ দিনের খেলায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলের হকি খেলোয়াড় বাবু লস্কর, মাস্টার্স গেম অ্যাটলিট মহরম আলি মজুমদার। খেলা শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

ক্রীড়াসূচী অনুযায়ী সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মাছখাল এফসি ও মুনলাইট অ্যাকাডেমি।

খোঁজের ফুটবলে ফাইনালে বনতারাপুর
Spread the News
error: Content is protected !!