যোগ দিবস, ১০টি স্থানে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের “যোগ সঙ্গম”

অংশ নিলেন তিন হাজারেরও বেশি যোগ-প্রেমী___

বরাক তরঙ্গ, ২১ জুন : ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে ১০টি   স্থানে “যোগ সঙ্গম” করল শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। শিলচর জিসি কলেজ, পিএম শ্রী ভরাখাই হাইস্কুল, শিলচর উইমেন্স কলেজ, তারাপুর মদনমোহন আখড়া, ভারত সেবাশ্রম সংঘের লামডিং প্রণবানন্দ বিদ্যামন্দির, বদরপুর আল হিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ ১০টি স্থানে তিন হাজারেরও বেশি যোগ অনুরাগী শামিল হন এই যোগ সঙ্গমে। এ দিন, জিসি কলেজ যোগ সেন্টার ও ৩ আসাম ব্যাটালিয়ন এনসিসি-র সহযোগিতায় কলেজ  অডিটোরিযামে হয় নিরাময়ের কেন্দ্রীয় অনুষ্ঠান। এককথায় বলতে গেলে, যোগ প্রটোকল অভ্যাস সহ সমবেত ধ্যানের মধ্য দিয়ে “যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ’,  এ বারের আন্তর্জাতিক যোগ দিবসের এই  বার্তা ছড়িয়ে দেন সবাই।

যোগ দিবস, ১০টি স্থানে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের "যোগ সঙ্গম"

প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র উচ্চারণ ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শুরু  হয় নিরাময়ের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম পর্ব। অংশ নেন জিসি কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, ৩ আসাম  ব্যাটালিয়ন এনসিসি-র কমান্ডিং অফিসার সৌরভ চামলি, জিসি কলেজ যোগ সেন্টারের সংযোজক ড. কেশব লুইটেল, নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, ডাঃ তুহিন দেশমুখ্য প্রমুখ। এরপর যোগ প্রটোকল অভ্যাস করানো হয়। সমবেত ধ্যানে অংশ নেন বিভিন্ন বয়সিরা। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন রাহুল চক্রবর্তী, শতাক্ষী ভট্টাচার্য। দুই ডেমন্স্ট্রেটর ছিলেন রেজাল আহমদ ও রাতুল চক্রবর্তী।

যোগ দিবস, ১০টি স্থানে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের "যোগ সঙ্গম"

দ্বিতীয় পর্বে, জিসি কলেজের তরফে নিরাময় ও এন সিসির পদাধিকারীদের সম্মান জানানো হয়। এঁদের  মধ্যে ছিলেন নিরাময়ের চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, উপদেষ্টাদের মধ্যে শিবব্রত দত্ত, বেনুলাল বর্মন, ডাঃ পার্থঙ্কর চৌধুরী, রসরাজ দাস, সিনিয়র প্রশিক্ষক অভিক ভট্টাচার্য, কমান্ডিং অফিসার সৌরভ চামলি এসএম দান বাহাদুর বুদ্ধ মগর প্রমুখ। যোগ দিবস উদযাপনের  তাৎপর্য, দৈনিক যোগ অনুশীলনের গুরুত্ব, উপকারিতা এ সব নিয়ে আলোক পাত করেন শিবব্রত দত্ত,অপ্রতিম নাগ, অজিত ভট্টাচার্যরা। প্রকাশিত হয় ক্ষুদ্র পুস্তিকা “গ্লিম্পসেস অফ নিরাময়”। শান্তি মন্ত্ৰ ও যোগ অনুশীলনের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় উদযাপন। এ দিন বৈদিক মন্ত্র উচ্চারণে ছিল শ্রেয়া দত্ত ও দিপাঞ্জলি রায়। চন্দন তিলক দিয়ে ও ফুল ছিটিয়ে প্রত্যেকঅংশগ্রহণকারীকে বরণ করে রুচিতা রায় ও শ্রেষ্ঠা চৌধুরী।

যোগ দিবস, ১০টি স্থানে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের "যোগ সঙ্গম"

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস পুরকায়স্থ। জিসি কলেজ, এনসিসি, শিশু যোগপ্রেমীদের শুভেচ্ছা স্মারক দেওয়া হয় নিরাময়ের তরফে। যোগ শিক্ষা প্রমোশনে সহযোগিতার জন্য সম্মান জানানো হয় বিশিষ্ট আলোকচিত্রী পার্থ শিল’কেও।

Spread the News
error: Content is protected !!