তিনদিন পর হাত-পা-মুখ বাধা অবস্থায় উদ্ধার অপহৃত যুবক, চাঞ্চল্য গুগরাকোণা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জুন : তিনদিন পর হাত-পা ও মুখ বাধা অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হল অপহৃত যুবক। এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি শ্রীভূমি জেলার গুগরাকোণা গ্রামের। জানা যায়, সদ্য বিবাহিত যুবক জুবের আহমদ অপহরণের তিনদিন পর এ অবস্থায় উদ্ধার হয়। শনিবার সাতসকাল বড়শিলা গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার ধারে তার অচেতন দেহ পড়ে থাকতে দেখা যায়। হাত-পা ও মুখ শক্ত করে বাধা ছিল, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন।

ঘটনাটি প্রকাশ্যে আসে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কিছু গ্রামবাসী হঠাৎ একটি অস্পষ্ট গোঙানির শব্দ শুনতে পান। তারা খোঁজাখুঁজি করে রাস্তার পাশে ঝোপের মধ্যে জুবেরকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই তাকে জল খাইয়ে সামান্য সতেজ করে তার পরিচয় জানতে চান। তখনই সে কোনওমতে নিজের নাম বলে এবং জানায়, সে গুগরাকোণা গ্রামের বাসিন্দা।

তিনদিন পর হাত-পা-মুখ বাধা অবস্থায় উদ্ধার অপহৃত যুবক, চাঞ্চল্য গুগরাকোণা

খবর পেয়ে জুবেরের পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং গিরীশগঞ্জ থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জুবের জানান, তিনদিন ধরে অজ্ঞাত স্থানে তাকে আটকে রাখা হয়েছিল। তার মুখ, হাত-পা বেধে রাখা হয় এবং মাঝে মাঝেই শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুক্রবার রাতে এক পর্যায়ে কিছু দুষ্কৃতকারী তাকে একটি গাড়িতে করে এনে বড়শিলা গ্রামে ফেলে রেখে যায়।

তিনদিন পর হাত-পা-মুখ বাধা অবস্থায় উদ্ধার অপহৃত যুবক, চাঞ্চল্য গুগরাকোণা

জুবের জানান, লঙ্গাই অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে। স্ত্রীর সঙ্গে কিছু পারিবারিক টানাপোড়েন চলছিল। আমি জানি না এসবের সঙ্গে তার কোনও সম্পর্ক আছে কি না।

Spread the News
error: Content is protected !!