জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস নয়, হুঁশিয়ারি খামেনির

১৮ জুন : মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত এবার আরেক ধাপ উত্তেজনাকর মোড় নিয়েছে। ইজরায়েল একের পর এক হামলা চালাচ্ছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। জবাবে ইরানও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ নানা প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “জায়নবাদীদের সঙ্গে আপস নয়”, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না।” এই বক্তব্যের মধ্যেই ইসরায়েল তেহরানের নিকটে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়, যেটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত। পাল্টা জবাবে ইরান ইজরায়েলের সামরিক ঘাঁটিতে ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান দাবি করেছে, এটি চারশ সেকেন্ডে তেল আভিভে পৌঁছাতে সক্ষম।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস নয়, হুঁশিয়ারি খামেনির
Spread the News
error: Content is protected !!