কটামণিতে দু’টি অবৈধ গুদামে হানা বন বিভাগের, উদ্ধার হাজার সিএফটি চেরাকাঠ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জুন : জেলা বন আধিকারিকের নেতৃত্বে, প্রটেকশন ফরেস্ট টিমের সমন্বয়ে লোয়াইরপোয়া ও দোহালিয়া রেঞ্জের একদল বনকর্মী কটামণি এলাকায় চালায় এক চমকপ্রদ অভিযান। দীর্ঘদিন ধরে সন্দেহভাজন হিসেবে নজরে থাকা দু’টি অবৈধ গুদামে একযোগে হানা দিয়ে প্রায় এক হাজার সিএফটি চেরাকাঠ বাজেয়াপ্ত করা হয়।

সোমবার বিকেলে এই অভিযানে ধরা পড়া দু’টি গুদামের একটির মালিক আব্দুল বাসিত এবং অপরটির কুতুব উদ্দিনের বলে জানা গেছে। উভয়েই দীর্ঘদিন ধরে বন বিভাগের অনুমতি ছাড়াই সংরক্ষিত বনাঞ্চলের পাঁচ কিলোমিটারের মধ্যে অবাধে কাঠ ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ।

কটামণিতে দু'টি অবৈধ গুদামে হানা বন বিভাগের, উদ্ধার হাজার সিএফটি চেরাকাঠ

জানা গেছে, গুদামগুলোতে রাখা কাঠের উৎস সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কথিত আছে, এই কাঠগুলো বকলমে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে বাড়ির ব্যবহারের বলে জাহির করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু অভিযানের সময় মালিকপক্ষ কাঠ পরিবহণ বা সংগ্রহ সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র বা অনুমোদিত চালান (C.O.) দেখাতে ব্যর্থ হয়।

কটামণিতে দু'টি অবৈধ গুদামে হানা বন বিভাগের, উদ্ধার হাজার সিএফটি চেরাকাঠ

বর্তমানে বাজেয়াপ্ত কাঠ লোয়াইরপোয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, এই কাঠগুলোর বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকার মতো হবে।

বন বিভাগ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষায় কোনওরকম আপস করা হবে না।

Spread the News
error: Content is protected !!