পতঞ্জলির যোগ অভ্যাস শ্রীভূমি শহরে

বরাক তরঙ্গ, ১৬ জুন : বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে শ্রীভূমি জেলার নানা প্রান্তে যোগ সচেতনতা অভিযান ও শিবির শুরু করেছে পতঞ্জলি যোগ সমিতি শ্রীভূমি। এবার ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে মহিশাসন বিএসএফ ক্যাম্পে বিশাল আয়োজন করা হয়েছে। বিএসএফ ও পতঞ্জলির যৌথ উদ্যেগে আয়োজিত শিবিরের আগে প্রতিদিন যোগ অভ্যাস চলছে।

সোমবার শহরের শম্ভু সাগর উদ্যানের রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির পাদদেশে যোগ অভ্যাস হয়েছে। এতে যোগ শিক্ষক সিদ্ধার্থ  দাস বলেন, আজ থেকে শহরের স্থানে স্থানে জনসচেতনতা শিবির করা হবে। তিনি বিশ্ব যোগ দিবসকে সফল করার আহ্বান জানান।

Spread the News
error: Content is protected !!