প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের দৃঢ় পদক্ষেপ : কৃষ্ণেন্দু
পাথারকান্দিতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিলান্যাস মন্ত্রীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : শিক্ষার পরিকাঠামো উন্নয়নে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। পাথারকান্দিতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ সহ বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের শিলান্যাস করলেন মন্ত্রী। সোমবার যে চারটি বিদ্যালয়ে শিলান্যাস করা হয়েছে, সেগুলি হলো ভুবরিঘাট টিই মডেল স্কুল এই বিদ্যালয়ে নির্মিত হবে একটি আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার রুম সহ গ্রন্থাগার এবং রান্নাঘর। ৭৭৬ আদমটিলা এলপি স্কুল, এখানে তৈরি হবে ৩টি অতিরিক্ত শ্রেণিকক্ষ, লঙ্গাই চা-বাগান এমইএস স্কুল পাবে একটি কম্পিউটার রুম সহ গ্রন্থাগার, আদর্শ বিদ্যালয়, লোয়াইরপোয়া এখানে গড়ে তোলা হবে বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও কম্পিউটার রুম। রাজ্য সরকারের লক্ষ্য একটাই গ্রামীণ ও চা-জনজাতি অধ্যুষিত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ প্রদান।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আমাদের সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা প্রতিটি অঞ্চলে আধুনিক শিক্ষার সুযোগ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই প্রকল্পগুলি সেই প্রতিশ্রুতির বাস্তবরূপ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। বিশেষত, গ্রামীণ ও সীমান্তবর্তী অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি।”

এদিনের অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সবার মুখে ছিল আনন্দ ও আশাবাদের ছাপ। একজন অভিভাবক বলেন, এই ধরনের পরিকাঠামো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার পথকে মজবুত করবে। আমরা কৃতজ্ঞ। এই চারটি প্রকল্প নিছক নির্মাণ নয় এগুলি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক। পাথারকান্দির শিক্ষা পরিকাঠামোয় এক নতুন যুগের সূচনা হল আজকের দিনেই। কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড এই আদর্শকে সামনে রেখেই রাজ্য সরকার গ্রামীণ শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতারই এক গর্বিত দৃষ্টান্ত স্থাপন হল সোমবার শ্রীভূমি জেলার পাথারকান্দি শিক্ষাখণ্ডের ৭৭৬ আদমটিলা এলপিস্কুলে।

