ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষীপুর রোড এলাকায় উত্তেজনা

বরাক তরঙ্গ, ১৪ জুন : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষীপুর রোডের জনাব আলি চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাঙ্ক , জেলা প্রশাসন ও  ঋণ নেওয়া পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও এএসপির নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাঙ্কে মডগেজ দেওয়া একটি দোকান কাম বসতবাড়ি মুক্ত করেন। কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়া পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী।

ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষীপুর রোড এলাকায় উত্তেজনা

তিনি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ঠিকানা রাঙ্গিরখাড়ি দেখিয়ে প্রশাসন জোরজবরদস্তি দখল করতে চাইছেন। ২০১৭ সালে জমি মডগেজ রেখে পঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী ও রাবিয়া বেগম চৌধুরী ৬০ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। এরমধ্যে তারা ৩০ লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা ব্যাঙ্কের ম্যানেজার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

Spread the News
error: Content is protected !!