আবুল কালাম বাহারের স্মৃতিচারণসভা কাঁঠালতলিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জুন : পাথারকান্দির কাঁঠালতলির দুবাগ গ্রামের বিশিষ্ট সমাজকর্মী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবুল কালাম বাহারের এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয় কাঁঠালতলিতে। স্থানীয় মানব বিকাশ বিদ্যনিকেতনের প্রেক্ষাগৃহে আয়োজিত এই স্মরণসভা শুরু হয় দুপুর দুটোয়। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সারিয়ার আহমদ। অনুষ্ঠানের সূচনা করেন কোরান পাঠের মাধ্যমে মওলানা সায়িদ আতহার। এরপর উপস্থিত বিশিষ্টজনেরা প্রয়াত আবুল কালাম বাহারের কর্মময় জীবন ও সমাজে তার অবদানের বিভিন্ন দিক নিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আলোচনা করেন। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ-এর সাধারণ সম্পাদক মওলানা এনাম উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, আবুল কালাম বাহার ছিলেন এক নিঃস্বার্থ সমাজকর্মী ও মানবতাবাদী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। মানুষের দুঃখে-সুখে পাশে দাঁড়ানো ছিল তার জীবনের ধর্ম। এমএসএফ-এর বরাক জোন ইনচার্জ মাওলানা বদরুল হক বলেন, “তিনি ছিলেন এক সংগ্রামী চরিত্র। যেখানেই সমস্যা, সেখানেই তিনি ছুটে গেছেন। মসজিদ-মাদ্রাসা গড়ে তোলা থেকে শুরু করে সীমান্ত এলাকার মুসাফিরদের জন্যও তিনি কাজ করে গেছেন। চুরাইবাড়িতে স্থাপিত ‘মসজিদে মোসাফিরিন’ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মানব বিকাশ বিদ্যনিকেতনের প্রধান শিক্ষক জৈন উদ্দিন আহমদ বলেন, আবুল কালাম বাহার ছিলেন প্রতিবাদের প্রতীক। যেখানেই অন্যায় দেখতেন, প্রতিবাদে সোচ্চার হতেন। দিল্লিতে জমিয়ত উলামার ডাকে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ থেকে শুরু করে কাঁঠালতলিতে মডেল স্কুল স্থাপনের দাবি নিয়ে দিল্লি ও দিসপুরে দৌড়ঝাঁপ করেছিলেন। আমরা সত্যিকারের এক সমাজসেবীকে হারিয়েছি। অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয় সভা-র পক্ষ থেকে বাহারের স্মৃতিতে একটি শ্রদ্ধাঞ্জলিপত্র পাঠ করে তা তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আয়োজকদের হাতে তুলে দেন এইচ এম আমির হোসেন।

আবুল কালাম বাহারের স্মৃতিচারণসভা কাঁঠালতলিতে

সভার শেষে আবুল কালামের আত্মার সদ্গতি কামনা করে দোয়া করেন মওলানা এনাম উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন ত্রিপুরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফখর উদ্দিন, আফজালুল উলুম মাদ্রাসার শিক্ষক মওলানা সাহাব উদ্দিন, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, মওলানা মুফতি আব্দুস সহিদ, শিক্ষক জিয়া উদ্দিন, সাংবাদিক নুরুল ইসলাম, মাওলানা বসির আহমদ সাবেরি, দারুস সাকাফাতিল ইসলামিয়ার পরিচালক মওলানা রিয়াজুদ্দিন আলজলিলি, গিয়াস উদ্দিন, নন্দুলাল কৈরী, আশিক আলি, এস এ তালহা সাবেরি সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

Spread the News
error: Content is protected !!