রামকৃষ্ণনগর কলেজে সংস্কৃত ভারতীর সচেতনতা ক্লাসের আয়োজন করবে

বরাক তরঙ্গ, ১২ জুন : এ বছর, সংস্কৃত ভারতী দক্ষিণ অসম প্রদেশ ১৫ থেকে ২৩ জুলাই শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে ৯ দিনব্যাপী একটি জ্ঞানার্জন ক্লাসের আয়োজন করবে। বুধবার রামকৃষ্ণ নগর কলেজে জ্ঞানার্জন ক্লাস আয়োজনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. দীপঙ্কর দাস, সংস্কৃত ভারতী দক্ষিণ আসামের প্রাদেশিক মন্ত্রী গৌতম চক্রবর্তী, প্রাদেশিক প্রচার প্রধান ড. গোবিন্দ শর্মা, শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান নিধুভূষণ দাস, প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী অর্জুন নাথ, হিন্দু জাগরণ সমন্বয়ের প্রধান, রামকৃষ্ণ নগর কলেজের সংস্কৃত বিভাগের শিক্ষক অসিত চক্রবর্তী, ডঃ দেবী প্রসাদ নমশুদ্র, ডঃ অঞ্জনা চক্রবর্তী, পদার্থবিদ্যা বিভাগের ড. দীপঙ্কর পাল, হিন্দি বিভাগের ড. রামধর প্রজাপতি, সংস্কৃত ভারতীর বাপ্পা দেব নাথ, দীপন নাথ প্রমুখ প্রধানত সভায় উপস্থিত ছিলেন। 

সভায় ক্লাসের রূপরেখা বিবেচনা করা হয়েছিল। এছাড়াও একটি স্বাগত কমিটি গঠন করা হয়েছিল। স্বাগত কমিটির সভাপতি ডাঃ দীপঙ্কর দাস, রামকৃষ্ণ নগর কলেজের অধ্যক্ষ, সহ-সভাপতি জয়ন্ত শ্যাম চৌধুরী, সম্পাদক ড. দীপকর পাল, সহ-সম্পাদক বাপ্পা দেব নাথ, সমস্ত ব্যবস্থা প্রধান ড. রামধর প্রজাপতি, ব্যবস্থা প্রধান সুদীপ নাথ, শিক্ষকতা প্রধান অর্জুন নাথ, পাবলিক হেড অর্জুন নাথদেব, ন্যাশনাল হেড ড. লাল নাথ, তহবিল সংগ্রহ কৌশিক নাথ, সরবরাহ বিভাগের কেদার নাথ ভট্টাচার্য, আবাসন প্রধান দীপন নাথ, শ্রেণি শিক্ষক অসিত চক্রবর্তী ঘোষণা করা হয়।

Spread the News
error: Content is protected !!