‘গাজায় পৌঁছোতে পারবেন না’, ইজরায়েলি হুঁশিয়ারির মুখে গ্রেটা থুনবার্গদের ত্রাণবাহী নৌকাযাত্রা

৯ জুন : গত রবিবার সিসিলি দ্বীপ থেকে একটি নৌকা পাড়ি জমায় যুদ্ধবিদ্ধস্ত গাজার উদ্দেশ্যে। নৌকাটিতে রয়েছেন বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) সহ ১২ জন আন্তর্জাতিক ব্যাক্তিত্ব। নৌকাটিতে যুদ্ধবিদ্ধস্ত গাজাবাসীর জন্য বেশকিছু ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার সেই নৌকাটিকে গাজা ভুখন্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিল ইজরায়েল। রবিবার এই প্রসঙ্গে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katz) জানান যে, ইজরায়েলি সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই নৌকাটি কিছুতেই গাজা ভুখন্ডে প্রবেশ করতে না পারে।

প্রসঙ্গত, বছর ২২-এর সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা গত রবিবার তাঁর এই যাত্রা শুরু করেছিলেন ‘ম্যাডলিন’ নামের একটি নৌকায়। এই নৌকাটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন((FFC) নামক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত। নৌকাটিতে মূলত যুদ্ধবিদ্ধস্ত গাজার সাধারণ নাগরিকদের জন্য জরুরী ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে, দুধ, প্রোটিন বার, শিশু খাদ্য, ডাইপার, চাল, আটা, জল পরিশোধন যন্ত্র তথা চিকিৎসার সরঞ্জাম প্রমুখ। নৌকাটিতে গ্রেটা ছাড়াও রয়েছেন ফরাসি সমাজকর্মী ব্যাপটিস্ট অ্যান্ড্রে। রবিবার জনৈক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁদের নৌকার আশেপাশে বেশকিছু ড্রোনকে ঘুরপাক খেতে দেখা গিয়েছে। তবে এই ড্রোনগুলি কারা পরিচালনা করছিল সে সম্বন্ধে কোনও তথ্য দিতে পারেননি তিনি।

প্রসঙ্গত, এর আগেও ইজরায়েলের তরফে গ্রেটাদের এই যাত্রাকে বাধা দেওয়ার কথা জানানো হয়েছিল। এই বিষয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর(IDF) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছিলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে ঠিক কী পদক্ষেপ নিতে পারেন তাঁরা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি সেসময়।

কিন্তু এবার গ্রেটাদের ওই নৌকাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ইজরায়েল। গ্রেটাদের উদ্দেশ্যে কার্যত হুশিয়ারির সুরে কাটজ বলেন, ‘আপনাদের ফিরে যাওয়া উচিত। কারণ আপনারা গাজায় পৌঁছোতে পারবেন না।’  ত্রাণবাহী ওই নৌকাতে সওয়ার আন্তর্জাতিক সমাজকর্মীদের ‘ইহুদি বিদ্বেষী’ বলেও আক্রমণ শানান তিনি।

ইজরায়েলের বক্তব্য, গাজার সঙ্গে সংযোগকারী সমুদ্রপথ দিয়ে যাতে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস-এর হাতে অস্ত্র না পৌছাতে পারে, সেই কারণেই এই সমুদ্রপথ অবরোধ করে রেখেছে তারা। আর এই কারণেই গ্রেটাদের নৌকাটিকেও গাজাতে পৌঁছতে দেওয়া হবে না।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!