অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারের পাশে দাঁড়াল হৃদয় এনজিও

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারের পাশে দাঁড়াল হৃদয় এনজিও

বরাক তরঙ্গ, ৭ জুন : শিলচরের চানমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারের পাশে দাঁড়াল কনকপুরের বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয় এনজিও। অগ্নিকাণ্ডে সাংবাদিক বাবলু রাজভর, রূপায়ণ চক্রবর্তী এবং সঞ্জয় থাপারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার তারাপুর চানমারির বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে এসে জলের বাকেট সহ রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী সহ কিছু বস্ত্র পরিবার গুলির হাতে তুলে দেন এনজিওর সদস্যরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারের পাশে দাঁড়াল হৃদয় এনজিও

এ দিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন হৃদয়ের মুখ্য উপদেষ্টা ড. বিশ্বতোষ চৌধুরী, সভাপতি গুণজ্যোতি দত্ত, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সদস্য রিঙ্কু কুণ্ড, অনামিকা পাল ও অনুপম দে। তাছাড়াও সঙ্গে ছিলেন পতঞ্জলি যোগ শিবিরের শেফালী ভারতী ও জয়ন্তী দেবনাথ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারের পাশে দাঁড়াল হৃদয় এনজিও
Spread the News
error: Content is protected !!