কেশব স্মারক সংস্কৃতি সুরভীর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ৫ জুন : প্রতি বছরের ন্যায় এবারও ‘কেশব স্মারক সংস্কৃতি সুরভী’ কার্যকর্তারা এই প্রান্তের একাধিক স্থানে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫ জুন “আন্তর্জাতিক পরিবেশ দিবস” উদযাপন করেন। এই উপলক্ষে শিলচর শহরের বিষ্ণুপুর (দুর্গাপল্লী) অঞ্চলে অবস্থিত সংগঠনের নির্ধারিত ওয়েলনেস সেন্টারের জমিতে এই দিন বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া ওই একইদিনে সংগঠনের তাপাং অঞ্চলের শীতলপাঠী ক্লাস্টার প্রাঙ্গণে স্থানীয় কার্যকর্তারা নানাবিধ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্করকুমার দাস, কার্যকরী কমিটির অন্যতম সদস্য সজলকুমার দেব, বঙ্কিমচন্দ্র ত্রিপুরা, কমল কুমার, স্থানীয় কার্যকর্তা পঙ্কজ দাস, শুভম দাস, নেপালচন্দ্র দে, গৌতম কুমার প্রমুখ ।