পাথারকান্দির বিলবাড়িতে বন্যার জলে প্রাণ হারাল যুবক


বরাক তরঙ্গ, ৫ জুন : বন্যার স্রোতে নিঃশেষ এক পরিবার। অবশেষে চারদিন পর পাথারকান্দিতে দিনমজুরের লাশ উদ্ধার হল।বৃহস্পতিবার সকালে উত্তর বিলবাড়ি গ্রামে বাড়ির পাশের জলমগ্ন এলাকা থেকে প্রশাসনের তৎপরতায় এসডিআরএফ বাহিনী উদ্ধার করে ৩২ বছর বয়সী আব্দুল হক ওরফে মিলনের মরদেহ।

ছেলেমেয়ের জন্য খাবার আনতে গিয়ে ফেরা হল না!

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে পাথারকান্দি স্লুইস গেট সংলগ্ন এলাকায় লঙ্গাই নদীবাঁধ ভেঙে যায়। তাতে বিলবাড়ি সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। বাঁধের একেবারে কাছেই ছিল আব্দুল হকের বসতবাড়ি। ভয়াবহ ভাঙনের পর কোনওমতে সন্তানদের জন্য খাদ্যসামগ্রী আনতে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, ফেরার পথে বন্যার তীব্র স্রোতে তিনি নিখোঁজ হয়ে যান। টানা চারদিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তাঁর ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের তরফে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে।

আব্দুল হক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। পেশায় দিনমজুর ও ভাঙা টিন-লোহার ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন তিনি। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও তিন সন্তান সহ গোটা পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এমন এক মর্মান্তিক দুর্ঘটনায় গোটা বিলবাড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মৃতের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের জন্য করিমগঞ্জের জেলা প্রশাসক ও পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী কৃৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাথারকান্দির বিলবাড়িতে বন্যার জলে প্রাণ হারাল যুবক
Spread the News
error: Content is protected !!