লোয়ারপোয়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাথারকান্দির লোয়াইরপোয়া এলাকায় অনুষ্ঠিত হলো এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে স্থানীয়রা বলেন, মহামারী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অক্সিজেন কতটা মূল্যবান। গাছ শুধু রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, বরং তাকে সন্তানের মতো ভালোবেসে লালন-পালন করতে হয়।কর্মসূচিতে ছোট-বড় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছ।

লোয়ারপোয়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল একদিনের জন্য নয় এই গাছগুলোর পরিচর্যার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। স্থনীয় এক শিক্ষার্থী জানান, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এখনই সচেতন হওয়া প্রয়োজন। বিশ্ব পরিবেশ দিবসে এই উদ্যোগটি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ ছিল না, বরং একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনেরও প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এ ধরণের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও সচেতন নাগরিকেরা।

লোয়ারপোয়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
Spread the News
error: Content is protected !!