বন্য পাখিদের নির্মমভাবে হত্যা করে ইউটিউবে আপলোড, গ্রেফতার ৩

বরাক তরঙ্গ, ৫ জুন : নিষ্ঠুরভাবে বন্য পাখিদের নির্মমভাবে হত্যা করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দর্শক সংখ্যা বাড়ানোর হৃদয়হীন প্রচেষ্টায় তিন ইউটিউবারকে গ্রেফতার করা হল। বিশ্ব পরিবেশ দিবসে এমন ভয়াবহ কাজের সঙ্গে যুক্ত এই ইউটিউবার এখন থানার লক-আপে বন্দী।

খালি গিজ, পানিখাউরি সহ বিভিন্ন ধরনের পাখির বিচরণ ক্ষেত্র হল ধেমাজির চিমেন, হস্তিনাপুর এবং করদৈগুড়ি গ্রামের পিতানি অঞ্চল। তবে, ধেমাজির চিমেন চপোরির তিনজন ব্যক্তি একটি কাঁটা দিয়ে পাখি হত্যা করার সেই দৃশ্যগুলি ইউটিউবে আপলোড করেছেন।

বিভিন্ন পাখির শতাধিক ডাক ইউটিউবে আপলোড করা হয়েছিল, যা বন্য উল্লাসের একটি দৃশ্য উপস্থাপন করে। শেষ পর্যন্ত, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তিনজন ইউটিউবারকে চিমেঙ চপোরি পুলিশ গ্রেফতার করে। বন্য পাখিদের নির্মম দৃশ্য এবং তাদের ডাক ধ্বংসের চিত্র JAKRUB নামে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।

JAKRUB নামে একটি ইউটিউব চ্যানেল, যা বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার এবং দর্শক নিয়ে গর্বিত, ৩৩টি ভিডিও আপলোড করেছিল। তবে, গ্রেফতারের পর, সেই ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট করা হয়েছিল। অবশ্য, বন বিভাগ সেই ভিডিওগুলো সংরক্ষণ করে রেখেছিল।

গ্রেফতার হওয়া তিনজন ব্যক্তি হলেন হস্তিনাপুরের মুনিন্দ্র মুশাহারি, লামকা গ্রামের মহেশ্বর স্বর্গীয়ারি এবং শিবরাম স্বর্গীয়ারি।

বন্য পাখিদের নির্মমভাবে হত্যা করে ইউটিউবে আপলোড, গ্রেফতার ৩
Spread the News
error: Content is protected !!