বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লোয়াইরপোয়ার যুব মোর্চা কর্মীরা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৫ জুন : মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে পাথারকান্দির বন্যা পীড়িত চাঁনখিরা ও কাটাবাড়িতে বন্যাপীড় জনগণের পাশে মোর্চার কর্মীরা ত্রাণ বণ্টন করেন। লোওয়াইরপোয়া মণ্ডল যুব মোর্চা বৃহস্পতিবার বন্যাপীড়িত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেয়। সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, ডাল, আলু, বিস্কুট, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ওষুধও।

বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লোয়াইরপোয়ার যুব মোর্চা কর্মীরা

এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন, সমাজকর্মী ও এলাকার গুণীজনেরা। তাঁরা একবাক্যে বলেন, এই কর্মসূচি একটি রাজনৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক কর্তব্য।

বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লোয়াইরপোয়ার যুব মোর্চা কর্মীরা
বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লোয়াইরপোয়ার যুব মোর্চা কর্মীরা
Spread the News
error: Content is protected !!