ত্রাণ বণ্টন পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের

মোহাম্মদ জনি, পাথারকান্দি 
বরাক তরঙ্গ, ৫ জুন : বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করল পাথারকান্দির শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। ভয়াবহ বন্যা, যা উত্তর বিলবাড়ি ও দুর্লভপুর এলাকার বিস্তীর্ণ জনপদকে গ্রাস করল, ভেঙে দিল লঙ্গাই নদীর দু’দিকের বাঁধ, নিঃস্ব করে দিল হাজারো পরিবারকে সেই দুর্যোগের ভয়াবহতায় কেবল ঘরবাড়ি নয়, অনেকেরই ভেঙে পড়েছে জীবনের সাহস। ঠিক এমন এক সময়, যখন চারদিকে শুধু আতঙ্ক, ক্ষুধা আর অন্ধকার, সেসময় পাশে দাঁড়াল সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীদের একটি দল। তাঁরা  প্রায় চার শতাধিক পরিবার-এর হাতে তাঁরা তুলে দিলেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ত্রাণ বণ্টন পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের
Spread the News
error: Content is protected !!