মেঘালয়ের কয়লা খনিতে ধসে প্রাণ গেল যুবকের, বনাখালে শোকের ছায়া

বরাক তরঙ্গ, ৪ জুন : জীবিকার তাগিদে মেঘালয় পাড়ি দিয়েছিলেন তিনি, ঘরে রেখে গিয়েছিলেন নতুন বিয়ে করা স্ত্রীকে। কিন্তু সেই পথ থেকে আর ফেরা হল না শাহাবুদ্দিনের। মাত্র দুই মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকটি প্রাণ হারালেন মেঘালয়ের একটি কয়লা খনিতে ধসে পড়ার ঘটনায়।

বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রাম পঞ্চায়েতের বনাখালা গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয় যান। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি খনিতে কাজ করতে যান। কিন্তু সেদিন আর ফেরা হলো না। বিকেলে খনিতে ধস নামলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

বুধবার স্থানীয় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে নিয়ে আসা হবে। তবে বনাখালা গ্রাম বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে, রাস্তা বেহাল হওয়ায় মরদেহ আনতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসানপুর জিপির এপি সদস্যা সায়রা বেগমের বাবা মুসলিম উদ্দিন প্রয়াতের আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা করে যাচ্ছেন এবং সব প্রক্রিয়া সহজ করতে সাহায্য করছেন।

মেঘালয়ের কয়লা খনিতে ধসে প্রাণ গেল যুবকের, বনাখালে শোকের ছায়া

শাহাবুদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি, বনাখালা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজার সময় নির্ধারণ করা হবে।

Spread the News
error: Content is protected !!