শ্রীগৌরীর উত্তর কান্দিগ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ

বরাক তরঙ্গ, ৪ জুন : নদীর জল কমলেও বরাকের বিভিন্ন এলাকা এখনও জলের তলায়। শুধু তা নয় বাঁধ ভেঙে যাওয়ায় নয়া এলাকাও প্লাবিত হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শ্রীভূমি জেলার বদরপুর সার্কলের অন্তর্গত মালুয়া-শ্রীগৌরী জিপির উত্তর কান্দিগ্রামে রেন্ডির বাঁধ ভেঙে জলপ্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মকইভাঙ্গা পূর্বসহ পুর এলাকা বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লোকরা। এ অঞ্চলের বোরহান উদ্দিন হার্ডওয়ারে জল ঢুকে  সিমেন্ট, বালিসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে। তিনি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন।

শ্রীগৌরীর উত্তর কান্দিগ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ

এ দিকে, বন্যাপীড়িত প্রায় ৫০ জন লোক রসুলপুর এলপি স্কুলে ত্রাণ শিবিরে এসেছেন। শিবির পরিদর্শনে বদরপুর আইসিডিএসের পক্ষ থেকে সুপারভাইজার এসমা বেগম ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হাসিনা বেগম, রশিদা বেগম বড়ভূইয়া মঙ্গলবার পরিদর্শন করতে যান। স্কুলের শিক্ষকদের নিয়ে পরিদর্শনকালে তারা জানান, পর্যাপ্ত পরিমাণ সামগ্রী এখনও এসে পৌঁছায়নি। ঠিক এইভাবে ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রায় ৩০০ জন, মালুয়া স্কুলে প্রায় ৩০০ জন বন্যাপীড়িত লোক শিবিরে আশ্রয় নিয়েছেন।

শ্রীগৌরীর উত্তর কান্দিগ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ

উত্তর কান্দিগ্রামে রেন্ডি বাঁধ ভেঙে জল ঢোকার ফলে বৃহত্তর এলাকা প্লাবিত হয়েছে জনগণের ভোগান্তি চরমে গবাদি পশু নিয়ে মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। এছাড়া নেই পানীয়জল নেই বিদ্যুৎ সংযোগ জনগণের দুরবস্থা আচরণে পৌঁছেছে ত্রাণ শিবির সহ গ্রামাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানো দরকার। জালালপুর গ্রাম থেকে এসডিআরএফ বাহিনী রোগীদের বের করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে।

শ্রীগৌরীর উত্তর কান্দিগ্রামে বাঁধ ভেঙে প্লাবিত, ব্যাপক ক্ষতি, পর্যাপ্ত নয় ত্রাণ
Spread the News
error: Content is protected !!