কালীনগরের পলা স্লুইস গেট মেরামত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জুন : হাইলাকান্দি জেলার কালিনগরের পলা স্লুইস গেটে দেখা দেওয়া ড্যামেজ মঙ্গলবার মেরামত করা হয়েছে। বরাক নদীর বন্যার জল পলাখাল দিয়ে উল্টাপথে  প্রবেশ করে হাইলাকান্দি জেলার বকরিহওয়ার সহ আলগাপুর রাজস্ব চক্র যাতে প্লাবিত করতে না পারে সেজন্য এই স্লুইস গেট বন্যার জল আটকে রাখে। মঙ্গলবার হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিভারে এই স্লুইস গেটে  দাঁড়িয়ে মেরামতির কাজ করান। এছাড়া জেলা কমিশনার নিসর্গ হিভারে হাইলাকান্দি জেলার প্রশাসনিক এলাকায় থাকা বরাক নদীর বন্যা প্রতিরোধী বাঁধগুলি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জল সম্পদ বিভাগের আধিকারিকদেরকে বাঁধগুলির ওপর তীক্ষ্ণ নজর রাখতে বলেন। এদিকে, জল সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে মরসুমের প্রথম দফার বন্যায় জেলার সাতটি স্থানে বন্যা প্রতিরোধী বাঁধগুলির ওপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়েছে। জেলার একটিমাত্র স্থান বামুনলেখাই অঞ্চলে কাটাখাল নদীর বাঁধ ভেঙেছে বলে জল সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। এদিকে জেলায় ৪২৩ জন জলবন্দী লোককে সোমবার প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্ধার করা হয়েছে।। এর মধ্যে রতনপুর অঞ্চলে ১৪৪ জন, মাটিজুরি অঞ্চলে ১১৯ জন, সুদর্শনপুর এলাকায় ১০৪ জন, বিসিংচা দ্বিতীয় খণ্ডে ২০ জন, কাটলিছড়ায় ৩৬ জন রয়েছেন।

কালীনগরের পলা স্লুইস গেট মেরামত
Spread the News
error: Content is protected !!