হাইলাকান্দি পূর্ত বিভাগের তিনটি সড়কে যান চলাচল বন্ধ
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জুন : হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত শালচাপড়া-বন্দুকমারা পূর্ত সড়ক, আলগাপুর-মোহনপুর পূর্ত সড়ক এবং আয়নাখাল-ঈশানছড়া পূর্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই সড়কগুলো চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন। এতে বলা হয়েছে শালচাপড়া-বন্দুকমারা সড়কে শালচাপড়া থেকে ১২ কিলোমিটার দূরে সড়কের অংশটি কাটাখাল নদীর জলস্ফীতিতে ভেঙ্গে গিয়েছে।
অনুরূপভাবে আলগাপুর মোহনপুর সড়কও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আয়নাখাল ঈশানছড়া সড়কের নির্মীয়মান ৩/১ বক্স কালভার্টির জন্য যে সাবওয়ে নির্মাণ করা হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
