শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ি সড়কে যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে কুশিয়ারা নদীর জলস্তর প্রবল বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ির পাশে বিসর্জন ঘাটে নদীর জল রাস্তায় প্রবেশ করছে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরক্ষার ব্যবস্থা হিসেবে এবং যেকোন অবাঞ্ছিত দূর্ঘটনা প্রতিরোধে ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে টাউন কালীবাড়ি সড়কে শনি মন্দির পয়েন্ট থেকে ডাক বাংলো পর্যন্ত সব ধরণের যান বাহন চলাচল পুণরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ি সড়কে যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ
Spread the News
error: Content is protected !!