চোরাই লোহা সহ অটো আটক,ধৃত যুবককে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মে : রাতের আঁধারে চোরাই লোহার বোঝাই অটো নিয়ে গন্তব্যে যাচ্ছিল এক যুবক। কিন্তু পুলিশের কড়া নজরদারির জালে শেষ রক্ষা হল না। বুধবার গভীর রাতে টহলরত পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে টিলাবাড়ির মুসলেক উদ্দিন নামক এক ব্যক্তি। তার অটো থেকে উদ্ধার হয় ওএনজিসি’র পরিত্যক্ত মূল্যবান লোহার যন্ত্রাংশ।

চুরির উদ্দেশ্যেই সে এই সামগ্রী বহন করছিল বলে অনুমান পুলিশের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে এদিন রাতে চোরাই লোহার সামগ্রী বোঝাই করে একটি অটোরিকশা সহ ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে পাথারকান্দি থানার টহলরত পুলিশ।পরে তার অটো তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে আদমটিলার ওএনজিসি প্ল্যান্ট থেকে চুরি হওয়া বিভিন্ন ধরনের পরিত্যক্ত লোহার যন্ত্রাংশ ও অকেজো মেশিনারি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুসলেক এই সামগ্রীগুলো স্থানীয় কোনো কাবাড়িওয়ালার কাছে বিক্রি করার উদ্দেশ্যেই বহন করছিল।

চোরাই লোহা সহ অটো আটক,ধৃত যুবককে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার অভিযুক্তকে করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ এবং ইতিমধ্যেই তদন্তের জাল বিস্তার করা হয়েছে।এ প্রসঙ্গে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এলাকার কিছু কাবাড়ির দোকানে মাঝে মাঝেই সন্দেহজনকভাবে চোরাই লোহা, রড, টিন, প্লাস্টিক ও এমনকি মোবাইল টাওয়ারের ব্যাটারি বিক্রি হয়ে থাকে। এ ধরণের বেআইনি লেনদেনের কারণে চুরি ও বখাটেপনার ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে তারা জানান। এমন পরিস্থিতিতে কড়া পুলিশি নজরদারি ও নিয়মিত তল্লাশি অভিযানের দাবি জানিয়েছেন পাথারকান্দির সাধারণ মানুষ।

চোরাই লোহা সহ অটো আটক,ধৃত যুবককে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ
Spread the News
error: Content is protected !!